আবারও শরণার্থীদের স্রোত নামার আশঙ্কা করছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
ইউরোপ ২০১৫ সালের চেয়েও বড় শরণার্থী সংকটের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সেহোফার। গ্রিসে সরকারি সফরকালে এই মন্তব্য করেছেন তিনি। সেহোফার মনে করেন ইউরোপকে এমন একটি সংকট এড়াতে হবে যেটির জন্য অঞ্চলটি প্রস্তুত নয়। এ ক্ষেত্রে ২০১৫ সালে হঠাৎ বেশ কয়েক লাখ শরণার্থীর ইউরোপের প্রবেশের কথা মনে করিয়ে দেন তিনি। সেসময় জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দশলাখের বেশি সিরীয় শরণার্থীর জন্য জার্মানির সীমান্ত খুলে দিয়েছিলেন। চ্যান্সেলরের এই সিদ্ধান্তের ঘোর বিরোধী ছিলেন সেহোফার। এমনকি প্রকাশ্যেও তিনি ম্যার্কেলের এই নীতির কড়া সমালোচনা করেছেন। উলেস্নখ্য, ২০১৬ সালে সিরীয় শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে তুরস্ককে এক চুক্তির আওতায় ছয় বিলিয়ন ইউরো দিতে সম্মত হয় ইউরোপীয় ইউনিয়ন। তবে, তখন থেকেই এই অভিযোগও রয়েছে যে আঙ্কারা চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ফেরত নেয়নি।