অস্ত্র রপ্তানিতে জার্মানির নতুন রেকর্ড

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
২০১৮ সালে জোট সরকার গড়ার আগে সব দল অস্ত্র রপ্তানি কমানোর সিদ্ধান্ত নিলেও জার্মানির অস্ত্র রপ্তানি বাড়ছে। চলতি সংসদ অধিবেশনে সবুজ দলের নেতা ওমিদ নুরিপুরের প্রশ্নের জবাবে জার্মানির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের তুলনায় এ বছর একই সময়ে শতকরা ৭৫ ভাগ বাড়বে। ২০১৫ সালে মোট সাত দশমিক ৮৬ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি করেছিল জার্মানি। এ বছর প্রথম নয় মাসেই ছয় দশমিক ৩৫ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন দিয়েছে আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকার। এই ধারা চললে বছর শেষে রপ্তানির নতুন রেকর্ড হওয়া প্রায় অনিবার্য। সাংবাদিক জামাল খাশগজি হত্যার পর সৌদি আরবে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয় জার্মানি। তবে ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের মিত্র মিশর এবং সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র রপ্তানি চলছে। এ বছর মিশরের কাছে এ পর্যন্ত ৮০২ মিলিয়ন ইউরো এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ২০৬ মিলিয়ন ইউরোর অস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে ম্যার্কেল সরকার। সংযুক্ত আরব আমিরাত অবশ্য ইতোমধ্যে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট থেকে সরে এসেছে। তবে অনুমোদিত হিসেব অনুযায়ী প্রথম নয় মাসে ইউরোপের দেশগুলোতেই সবচেয়ে বেশি ১ দশমিক ৭৭ বিলিয়ন ইউরো মূলের অস্ত্র বিক্রি করবে জার্মানি। সেরা দশের তালিকায় ন্যাটোভুক্ত দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে এবং হাঙ্গেরির পাশাপাশি দক্ষিণ কোরিয়াও আছে।