মসজিদে নারী প্রবেশাধিকার নিয়ে সরকারের প্রতিক্রিয়া চায় ভারতের সুপ্রিম কোর্ট

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
ভারতের সব মসজিদে নারীর প্রবেশাধিকারের বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রতিক্রিয়া জানতে চাইল সে দেশের সুপ্রিম কোর্ট। শুক্রবার এই মর্মে কেন্দ্রের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয়কে একটি নোটিশ পাঠিয়েছে ভারতের শীর্ষ আদালতের এক বেঞ্চ। তিন সদস্যের ওই বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও রয়েছেন বিচারপতি এসএ বোবদে এবং বিচারপতি এসএ নাজির। মসজিদে মহিলাদের প্রবেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করেছিলেন ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদা। আদালতের কাছে আবেদনে তার দাবি ছিল, দেশের সব মসজিদে প্রবেশাধিকার থেকে মহিলাদের বঞ্চিত করায় তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। এ নিয়ে সরকারের পাশাপাশি ওয়াকফ বোর্ডের কাছেও যথাযথ নির্দেশ জারির আর্জি জানিয়েছেন তিনি। এ দিন ওই আবেদনের ভিত্তিতেই কেন্দ্রের প্রতিক্রিয়া জানতে চেয়েছে দেশটির শীর্ষ আদালত।