৪১টি ভূমি জরিপ ট্রাইবু্যনালে বিচারাধীন প্রায় ৩ লাখ মামলা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
আইন মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চ পর্যন্ত সারা দেশের ৪১টি ভূমি জরিপ ট্রাইবু্যনালে মামলা আছে ২ লাখ ৯৭ হাজার ৭০২টি। একটি জেলায় সর্বোচ্চ একটি ট্রাইবু্যনাল আছে। ফলে জেলাভিত্তিক মামলার সংখ্যা ২০ থেকে ৩০ হাজার করে। একজন যুগ্ম জেলা জজ ট্রাইবু্যনালের বিচারকাজ পরিচালনা করেন। বিশেষ ট্রাইবু্যনাল হওয়ায় নির্দিষ্ট বিচারক ছাড়া অন্য কেউ মামলা পরিচালনা করতে পারেন না। এতে মামলাজট ও দুর্ভোগ বাড়ছে। এই দুর্ভোগ লাঘবে সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদের আগামী শীতকালীন অধিবেশনে আইনের এসংক্রান্ত সংশোধনী পাস হতে পারে। ভূমি জরিপ রেকর্ডে ভুলত্রম্নটি হলে জমির মালিক প্রতিকার পেতে এই ট্রাইবু্যনালে মামলা করতে পারেন। ভূমি জরিপের গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর এক বছর পর্যন্ত সময়ে এই মামলা করা যায়। উপযুক্ত কারণ দর্শানো সাপেক্ষে অতিরিক্ত আরও এক বছর সময় নিতে পারেন জমির মালিকরা।