জেনে নিন

যে দেশগুলোতে বাংলাদেশের সবচেয়ে বেশি নারীশ্রমিক কাজ করছেন

প্রকাশ | ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বু্যরো বা বিএমইটি বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা নিয়মিত প্রকাশ করে থাকে। ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত তথ্যে দেখা গেছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বু্যরো, বিএমইটির হিসেবে, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন সৌদি আরবে। ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সংখ্যাটি ছিল ৩ লাখ ৩২ হাজার ২০৪ জন। ২০১৯ সালের প্রথম দশ মাসে ৫৩ হাজার ৭৬২ জন নারী সৌদি আরব গেছেন। ২০১৭ সালে সর্বোচ্চ সংখ্যক (৮৩ হাজার ৩৫৪ জন) নারী শ্রমিক সে দেশে গেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জর্ডান। ইসরাইলের প্রতিবেশী এই দেশে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৪১১ জন। সর্বোচ্চ সংখ্যক গেছেন ২০১৬ সালে, ২২ হাজার ৬৮৯ জন। এরপরে সংযুক্ত আরব আমিরাত, ২০১৫ সালে সর্বোচ্চ ২৪ হাজার ৩০৭ জন নারী শ্রমিক সেই দেশে গিয়েছেন। সবমিলিয়ে দেশটিতে যাওয়া নারী শ্রমিকের সংখ্যা এক লাখ ৩০ হাজার ৫৭১ জন। ১৯৯১ থেকে ২০১৯ সালের অক্টোবর পর্যন্ত সিরিয়ার প্রতিবেশী দেশ লেবাননে গেছেন ১ লাখ ৬ হাজার ৮৪০ জন নারী শ্রমিক। এ ছাড়া ওমানে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা ৮৬ হাজার ১৩২ জন। এই সময়ে কাতারে গেছেন ৩২ হাজার ২৫৯ জন। পর্যটনের জন্য বিখ্যাত মরিশাশ দ্বীপরাষ্ট্রে ১৭ হাজার ৯২৩ জন নারী শ্রমিক গেছেন। ভারত মহাসাগরঘেঁষা এই দেশটিতে বাংলাদেশি নারী শ্রমিকরা গার্মেন্ট ও মাছ প্রক্রিয়াজাতকরণে যুক্ত আছেন বলে জানা গেছে। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁতেও তারা কাজ করছেন। আর শীর্ষ দশ দেশের মধ্যে আটটিই মধ্যপ্রাচ্যের। এর মধ্যে কুয়েতে যাওয়া বাংলাদেশি নারী শ্রমিকের সংখ্যা ৯ হাজার ১৯ জন। এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি নারী শ্রমিক গেছেন। সংখ্যাটি ৬ হাজার ৬৩৮ জন। মধ্যপ্রাচ্যের দ্বীপরাষ্ট্র বাহরাইনে গেছেন ৪ হাজার ২৯০ জন নারী শ্রমিক।