logo
সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৬

  আইন ও বিচার ডেস্ক   ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

ইন্দোনেশিয়ায় বিয়ের আগে প্রশিক্ষণ বাধ্যতামূলক, ফেল করলে বিয়ে বন্ধ

বিয়ের আগে একটি কোর্স বাধ্যতামূলক করেছে ইন্দোনেশিয়া সরকার। আগামী বছর থেকে দেশটিতে এ নিয়ম কার্যকর হচ্ছে। পরিবার ও স্বাস্থ্য বিষয়ে তিন মাসের এই কোর্সে পাস করে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত বিয়ে করা যাবে না।

তবে এই কোর্স করতে নিজের পকেট থেকে কোনো অর্থ খরচ করতে হবে না। পুরো কোর্সটিই করাবে সরকার। সরকারের থেকে বিনামূল্যে যৌন শিক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক জ্ঞান ও সন্তান বড় করে তোলার প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এই কোর্সে।

সম্প্রতি ইন্দোনেশিয়ার হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স কো-অর্ডিনেটিং মন্ত্রী মুহাদজির এফেন্দি এ নিয়মের কথা ঘোষণা করেছেন। ঘোষণায় বলা হয়েছে, কেউ যদি এই কোর্সে পাস না করতে পারে তাহলে সে বিয়ে করতে পারবে না।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে