শহরে গোখরা ধরতে জার্মান পুলিশ, গোয়েন্দা

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
য় আইন ও বিচার ডেস্ক রাস্তায় পুলিশ, নাগরিকদের সাবধানে থাকতে বিবৃতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। যে কোনো মুহূর্তে ভয়াবহ বিপদে পড়তে হতে পারে বাসিন্দাদের। এমন পরিস্থিতিতে মনে হতে পারে, ভয়ঙ্কর এক খুনি পালিয়েছে কারাগার ভেঙে। কিন্তু কথা হলো, এক গোখরা সাপেই জার্মানির এই কান্ড! জার্মানির হের্নে শহর কর্তৃপক্ষ বাসিন্দাদের দরজা-জানালা ভালো করে বন্ধ করে রাখতে অনুরোধ জানিয়েছেন। তবে সাপটি এখন কোথায় অবস্থান করছে, সে বিষয়ে কোনো তথ্য নেই কারও কাছে। তবে পুলিশের ধারণা, সাপটি এখনো হের্নে শহরেই আছে। শহরের একটি বাসা থেকে গোখরাটি পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী চারটি বাড়ি থেকে ৩০ জন বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। এরপর বাসাগুলোর একটিতে গোখরাটিকে দেখা গেলেও আটক করা সম্ভব হয়নি। শুধু পুলিশ নয়, মাঠে নেমেছেন প্রাণী বিশেষজ্ঞ গোয়েন্দারাও। তাদের আশা, আশপাশের এলাকা জরিপ করে সাপটি কোনদিকে গেছে, তা তারা খুঁজে বের করতে পারবেন। এমনকি বিভিন্ন স্থানে আঠালো টেপ লাগিয়ে গোখরাকে আটকে ফেলার চিন্তাও করছেন তারা। সাপটি কীভাবে ছাড়া পেল, তা অবশ্য এখনো জানা যায়নি।