মদন সরকারি কলেজের উন্নয়নে নানা উদ্যোগ

প্রকাশ | ০৭ জানুয়ারি ২০২০, ০০:০০

আসাদুজ্জামান খান সোহাগ, আটপাড়া
নেত্রকোনার হাওর অঞ্চলের মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা যায়, ২০১৩ সালে ১৪ মে কলেজটি জাতীয়করণ করা হয়। শফিকুল ইসলাম অধ্যক্ষ হিসেবে ২৩ মে ২০১৫ সালে কলেজটিতে যোগদান করেন। যোগানের পর থেকেই তিনি কলেজের অবকাঠামো, শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ সার্বিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরেজমিনে দেখা যায়, কলেজের বাউন্ডারী দেয়াল, প্রবেশদ্বার, মসজিদ নির্মাণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য পুরুষ ও মহিলা পৃথক ২টি হোস্টেল এবং ৬ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রক্রিয়াধীন আছে। অধ্যক্ষের দিক নির্দেশনায় সঠিক তদারকিতে নিয়মিত পাঠদানের ফলে পূর্বের যে কোন সময়ের চেয়ে বর্তমানে শিক্ষার মান অনেক এগিয়ে। অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদ ও প্রশাসন, শিক্ষার্থীর অভিভাবক এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ পর্যন্ত কলেজের উন্নয়নের কাজ করা হয়েছে এবং পরবর্তীতে কলেজের উন্নয়নের জন্য সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন।