জেনে নিন

আসছে ডে-কেয়ার সেন্টার আইন

প্রকাশ | ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
শিশু দিবাযত্নকেন্দ্রে (ডে-কেয়ার সেন্টার) নিরাপত্তা ভঙ্গ করা হলে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। এ রকমভাবে অন্যান্য শর্ত ভঙ্গ করার জন্য আলাদা আলাদা জেল-জরিমানার বিধান রেখে শিশু দিবাযত্নকেন্দ্র আইন, ২০২০-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর মাধ্যমে আইনের আওতায় আসছে শিশু দিবাযত্নকেন্দ্র। নতুন শিশু দিবাযত্নকেন্দ্র খোলার ক্ষেত্রেও এই আইনের বিধান মানতে হবে। প্রস্তাবিত আইন অনুযায়ী, চার ধরনের শিশু দিবাযত্নকেন্দ্র করা যাবে। সরকার ভর্তুকি দিয়ে এ ধরনের কেন্দ্র করবে। সরকার বা সরকারি কোনো দপ্তর বা সংস্থা বিনা মূল্যে এ ধরনের কেন্দ্র পরিচালনা করতে পারবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে এ ধরনের কেন্দ্র খুলতে পারবে। এ ছাড়া ব্যক্তি বা প্রতিষ্ঠান বা বেসরকারি সংস্থা বা সমিতি বা শিল্প খাত অলাভজনকভাবে এ ধরনের কেন্দ্র পরিচালনা করতে পারবে। শিশু দিবাযত্নকেন্দ্রে দেওয়া সেবার গুণগত মান, পুষ্টি, স্বাস্থ্য, নিরাপত্তা, চিকিৎসা, সুরক্ষা, বিনোদন, শিক্ষা, পরিবেশগত ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় বিধিধারায় নিশ্চিত করা হবে।