‘স্ত্রীকে ভালো রান্না করতে বলা মানসিক অত্যাচার নয়’

প্রকাশ | ২১ আগস্ট ২০১৮, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
স্ত্রীকে ভালো করে রঁাধতে বলা বা ঠিকমতো ঘরের কাজ করতে বলা মানসিক অত্যাচারের পযাের্য় পড়ে না বলে মন্তব্য করল বোম্বে হাইকোটর্। সতেরো বছরের পুরনো একটি আত্মহত্যার মামলার রায় দিতে গিয়ে এই কথা বলেন বোম্বে হাইকোটের্র বিচারপতি সারঙ্গ কোতওয়াল। পারিবারিক কলহের জেরে এক নারী আত্মহত্যা করার পর আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সম্প্রতি এমন মন্তব্য করেন আদালত। বিচারপতি কোতওয়াল জানান, সরকারি পক্ষের উকিল এমন কোনো প্রমাণ দাখিল করতে পারেননি, যার মাধ্যমে প্রমাণিত হয় যে মেয়েটির ওপরে মানসিক নিযার্তন চালানো হতো। বিচারপতির কথায়, ‘শুধু ভালো করে রান্না বা ঠিকমতো বাড়ির কাজ করতে বলার মানে এই নয় যে, মৃতার সঙ্গে খারাপ ব্যবহার করা হতো। ভারতীয় দÐিবিধিতে ‘আত্মহত্যায় প্ররোচনা’ হিসেবে যে ধরনের মানসিক নিযার্তনের কথা বলা হয়েছে, সে রকম কোনো নিযার্তনের পক্ষে প্রমাণ দাখিল করতে পারেননি সরকারি আইনজীবী। তা ছাড়া, মৃতার স্বামীর অবৈধ সম্পকর্ রয়েছে বলে যে অভিযোগ করা হয়েছিল, তারও কোনো প্রমাণ আদালতে দাখিল করা হয়নি।’ বিচারপতি আরও মন্তব্য করেন যে, ‘আত্মহত্যায় প্ররোচনা’ প্রমাণ করার জন্য মৃতার আত্মীয় ও শ্বশুরবাড়ির লোকদের জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। তা-ও এ ক্ষেত্রে করা হয়নি। বিচারপতির কথায়, ‘প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ শুধু সন্দেহের পরিসরেই সীমাবদ্ধ থাকে। এর ভিত্তিতে কোনো অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করা যায় না।’