মালদ্বীপের হয়ে রোহিঙ্গাদের জন্য লড়বেন আমাল ক্লুনি

প্রকাশ | ১০ মার্চ ২০২০, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
জাতিসংঘের আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার সঙ্গে যুক্ত হচ্ছে মালদ্বীপ। এজন্য মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনিকে নিয়োগ দিয়েছে দেশটি। এসব তথ্য জানিয়েছে মালদ্বীপ সরকার। জাতিসংঘের 'ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস' বা আইসিজে গতমাসে দেয়া সর্বসম্মত এক রায়ে রোহিঙ্গা গণহত্যা বন্ধে জরুরি ব্যবস্থা নিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছে। গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে এই রায় দেয় জাতিসংঘের ওই আদালত। মামলার পুরো কার্যক্রম শেষ হতে কয়েক বছর লাগতে পারে। 'মিয়ানমারে গণহত্যার জন্য জবাবদিহিতা আরও আগেই প্রয়োজন ছিল। বেঁচে থাকা রোহিঙ্গাদের জন্য বিচারিক প্রতিকার চাওয়ার গুরুত্বপূর্ণ চেষ্টায় অংশ নেয়ার অপেক্ষায় আছি আমি,' ক্লুনিকে উদ্ধৃত করে জানিয়েছে মালদ্বীপ সরকার। আমাল ক্লুনি এর আগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদের হয়ে মামলা লড়েছেন। ২০১৫ সালে নাশিদকে ১৩ বছরের কারাদন্ড দেয়া হয়েছিল। ক্লুনির প্রচেষ্টায় অবশেষে জাতিসংঘ এই শাস্তিকে অবৈধ বলে রায় দিয়েছিল। নাশিদ এখন দেশটির স্পিকার হিসেবে কাজ করছেন।