১০ হাজার কারাবন্দিকে ক্ষমা করল ইরান

প্রকাশ | ২৪ মার্চ ২০২০, ০০:০০

আইন ও বিচার ডেস্ক
দশ হাজার কারাবন্দিকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রধান নেতা আয়াতুলস্নাহ আল খোমেনি। ইরানিয়ান নববর্ষ উপলক্ষে তাদের মুক্তি দেওয়া হয়। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানান। গোলাম হোসেন ইসমাইলি ওই চ্যানেলে বলেন, যাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, তাদের কেউ আর কারাগারে ফিরবেন না, এটা আমরা প্রত্যাশা করি। এর মধ্যে অর্ধেকই নিরাপত্তাসংক্রান্ত বন্দি। এদিকে নিউইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, এ দশ হাজার কারবন্দির মধ্যে একটি রাজনৈতিক বন্দিও রয়েছেন। তবে তার নাম এখনো প্রকাশ করেনি ইরান সরকার। এর আগে ৪ মার্চ কারাগারে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫৪ হাজার এবং ১৭ মার্চ ৮৫ হাজার কারাবন্দিকে সাময়িক মুক্তি দেয় ইরান সরকার। করোনাভাইরাসে আক্রান্ত নয়, এটা নিশ্চিত হওয়ার পরই এদের মুক্তি দেওয়া হয়। তবে পাঁচ বছরের বেশি দন্ডপ্রাপ্তদের এ সুযোগ দেওয়া হচ্ছে না।