বেদনার ভাষা পাঠ করো একবার

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

শিউল মনজুর
এইসব বেদনাগুচ্ছের রক্তক্ষরণ গুনতে গুনতে সৃষ্টিকর্তাও বেদনাদগ্ধ। কেউ কী ভেবে দেখেছো এইসব বেদনাগুচ্ছের নাম হতে পারে সিরিয়া, এইসব বেদনাগুচ্ছের নাম হতে পারে কাশ্মীর কিংবা উইঘুর অথবা গাজা ও ফিলিস্তিন। এক একটি দেশের সীমান্ত পেরিয়ে শহর থেকে শহরে বেদনাগুচ্ছরা ছড়িয়ে পড়েছে। কেউ কী ভেবে দেখেছো, এইসব বেদনাগুচ্ছের নাম হতে পারে শানু হাওলাদার এইসব বেদনাগুচ্ছের নাম হতে পারে বিশ্বজিৎ কিংবা এইসব বেদনাগুচ্ছের নাম হতে পারে সাগর রুনি কেউ কী ভেবে দেখেছো প্রকৃতির ফুসফুসে কারা দিয়েছে আগুন? কেউ কী ভেবে দেখেছো কারা বিধ্বস্ত করেছে প্রাণিজগতের সবুজ উদ্যান? এইসব বেদনাগুচ্ছের রক্তক্ষরণ গুনতে গুনতে সৃষ্টিকর্তাও বেদনাদগ্ধ... বড্ড, দেরি হয়ে গেছে! দেরি হয়ে যাচ্ছে। বিশ্বমঞ্চের মানবেরা বেদনার ভাষা পাঠ করো একবার- সুন্দরের পথে হেঁটে এসে মানবতার মঞ্চে দাঁড়াও।