পারদ শীর্ষে

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

ফাহমিদা লোপা
পারদ শীর্ষ গ্রীষ্মের তাপে মৃতু্যর ফাঁদ ইটের ভাঁজে, ভাঁজে। এরই মাঝে খুলছে দোকানির ঝাঁপ ভয়, আতঙ্ক কাটছে ধীর লয়ে। রাজপথ দখলে মুখোশ আঁটা মানুষে চিরায়ত অভ্যাস ত্যাগে ছুটছে সবাই জীবন জীবিকার তাগিদে। সূর্য তাপে পুড়ে চিতা ভস্ম ছাই হয়ে ফুসফুসে দম দিই রোজ! কোভিড বিশ্বে চলছে তোলপাড় হররোজ। দেশে কিংবা বিদেশে পাড়ি দেয়া লাশের স্তূপ! ঝাঁঝরা করে আমার মায়ের বুক। আমি উত্তর খুঁজতে যাই না ধনী-গরিবের শোষণে। বর্ণবাদী গন্ধে উত্তাল মহাবিশ্ব অধিকারের দাবিতে জনতা উন্মত্ত! আমার মুখ স্তব্ধ আমি পোড় খাওয়া তৃতীয় বিশ্ব। \হআমার পেটে ক্ষুধা আমি বুঝি না করোনার ভয়াবহতা। \হহোক না তা পারদ শীর্ষ! চলি নিরাপদ বলয়ে সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে পারদ শীর্ষ গ্রীষ্মের তাপে একদিন ভোর আসবে।