দাঁড়িয়ে আছি বহুকাল

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

নইম হাসান
অবিচল দাঁড়িয়ে আছি বৃক্ষের মতোন \হসটান তাম্রমূর্তিরা যেমন বাকহীন দাঁড়িয়ে থাকে \হসভ্যতার বুকে, তেমনই আমিও \হগ্রিক কিংবা রোম অথবা একাত্তরের রণাঙ্গনে বাংলাদেশ কোনোটাই হয়নি দেখা আমার, শুনেছি যোদ্ধার স্মৃতি উল্টে দেখেছি স্বপ্নের কথা দ্রষ্টার কথা- যুদ্ধজয়ের পুনরাবৃত্তি নব্বইয়ে বাঙালি রুখে দিয়েছিল স্বৈরাচার তবু ঠায় দাঁড়িয়ে আছি বহুকাল কখনো চারুকলার চিত্রশালায় ডুবে কখনো কবিতা উৎসব হাকিম চত্বরে, দাঁড়িয়ে আছি- স্বাধীনতা স্তম্ভ রেসকোর্স ময়দানে মুক্তবাকের দাবিতে বুক পেতে দাঁয়িয়েছিল তারা কেন যে দাঁড়িয়ে আছি আমি অমন করে এতটা কাল