ক্রান্তিকালের কড়চা

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

কুমার দীপ
মাঝে মাঝে এমন সময় আসে কেউ কাউকে বলতে পারে না- বিদায়; মরণ-পথের যাত্রীকেও দ্যাখাতে পারে না একফোঁটা নয়নের জল। মাঝে মাঝে এমন সময় আসে মানুষ নয়, নিজেকে কেবলই শিয়াল-শকুনের দোসর মনে হয়; বেঁচে থাকার আত্মবিনাসী ছল। মাঝে মাঝে একান্তকে মনে হয়- কে? নিজেকে মনে হয়- কার? সময় রাজাকে দিয়ে ভিক্ষা করাতে পারে ভিখারিকে রাজ্যভার।