ভাবনা

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

গোলাম সারওয়ার
আপন ভাবনায় নিজেকে খুঁজছি আমি নিরন্তর একাকী নিঃশ্বব্দে। আমার চোখ দেখতে চায় না ভীষণ কষ্টের কোনো কিছু। আমার পা এগোতে চায় না ভয়াবহতায় আঁতকে ওঠে। আমার হাত স্পর্শ করতে চায় না ভয়ে অসম্ভব কুঁকড়ে যায়। আমার কান শুনতে চায় না। দুঃসংবাদকে ভীষণ ভয় পায়। আমার মন চিন্তা করতে চায় না। আজ সে বড্ড এক কেন্দ্রিক! \হজেগে থেকে কত যে দুঃস্বপ্ন দেখি, \হদেখি আর ভেঙে যায়, \হভেঙে গিয়ে আবার শুরু হয়। দুঃস্বপ্নের এই ভাঙা গড়াতেই দিন শেষ হয় আমি একদম ঘুমুতে পারি না, দুঃস্বপ্ন ক্ষত-বিক্ষত করে প্রতিনিয়ত। শামুকের মতো খোলস থেকে একদা আমি মুক্ত নীল আকাশে উড়ে যাব; আবার সেদিনের প্রতীক্ষায় আকাশে পাঠাব আমার খোলা চিঠি একদিন পূর্ণ আমার ভাবনা।