শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লোইলা পুকুর

মো. আনুয়ারুল ইসলাম
  ০৩ জুলাই ২০২০, ০০:০০

কত সাঁতার কেটেছি, মাতৃস্নেহা জলে!

কমল তুলেছি প্রাতে আঁচড় খেয়েছি,

ব্যাড়জাল দিয়ে হেথা কাতল ধরেছি;

মধুময় স্মৃতিগুলি যায়নি গো ভুলে।

দোলনা খেয়েছি পাড়ে, বট-মূলে ঝুলে

শতদল ভরা বুকে বারেক চেয়েছি,

শালুক পুড়িয়ে খেয়ে কি মজা পেয়েছি।

\হহেরেছি প্রিয়ার মুখ জলভরা ছলে।

কত দিন কেটেগেছে, হয়নিগো দেখা!

ভুলবনা জননী-গো; মনে রেখ দুঃখে,

ঠায় যেন হয় পাড়ে; জ্বেলে রেখো শিখা,

ঝরব নীরদ হয়ে তৃষ্ণা ভরা বুকে;

খুঁজে নিও জননী-গো, নাচে যবে কেকা;

দুরন্ত ছেলের স্নানে, সিক্ত লাল চোখে।

কতবার ডেকেছো গো; বুঝিনি তোমারে!

মজেছি ভব সংসারে; হেরেনি গো বাণী,

সঞ্চয় নাহি জীবনে বৃথা কানাকানি;

\হবাজে তব তার নাম শোভিত মিনারে।

হয়নি বচন কভু অনাবিল ঘরে

লোচনে যে অন্তরাল ঝরলনা পানি,

পাতকের শৈল শিরে, ক্ষমা নেয় জানি;

ছিঁড়ে খাবে শত কিটে, বিপিন কিনারে।

ক্ষমা করিও গো প্রভু পাপিষ্ঠ অধমে

হাজারে আসওয়াদ চুমে একবার

মিজানের পালা ভারী করিও নির্ধনে,

তিমিরে পুলসিরাত হয় যেন পার;

\হঐ হাওজে কাওসার পিয়াসি দুর্দিনে;

আরশের ছায়া যেন, মাস্তুল মাথার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<104555 and publish = 1 order by id desc limit 3' at line 1