সেইসব গল্প

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

রহমান মুজিব
সেইসব গল্পরা আলোচিত্রের মেঘ, অন্ধকারের ফিনিক্স হিমালয়ের প্রেমে ভাসে, ভাসতে ভাসতে একদিন আষাঢ় কিংবা বিমুগ্ধ শ্রাবণে ধুয়ে নেয় চৈত্রের অনার্য খরতাপের কফিন, মনের কদর্য কার্বন কথার করাতে চেরাই হয়ে থাকা ভবঘুরে শৈশব উড়ে যাওয়া পাখিসন্ধ্যার স্রোতে আজও নীড় খোঁজে মনে পড়ে মায়ের ভাটিমুখ, চোখের বরফ কল গল্পরা ঘাসে ঘাসে তারার বৃষ্টিতে ভিজে নদীর উজানে রেখেছে প্রবাহের শ্রম্নতি, যেন আগামী ভোর জীবনে গন্তব্যের পবিত্র জল দিয়ে হেঁটে যেতে পারে সভ্যতার নতুন পৃথিবী