ভালোবাসাময় শেষযাত্রা

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

আলমগীর খোরশেদ
\হ পাখির মতো তাইরে নাইরে করা চঞ্চলা মন আটকে আছে করোনার গ্রাসে, বাইরে বেরোনো বারণ, কোয়ারেন্টিনে জানালায় চেয়ে দেখা, নিশ্চুপ শহর রাজধানী ঢাকা। লকডাউন, কোয়ারেন্টিন, আইসোলেশন, ভেন্টিলেটর অনভ্যস্ত শব্দগুলো থামিয়ে দেয়, অবারিত চলা, বুকের ভিতর খামচে ধরে, হারানো বা হারিয়ে যাবার ভয়, এমন কষ্টভরা ক্রান্তিকাল, দুচোখ দেখেনি কভু। বাইরে অভাবী, ক্ষুধা পীড়িত মানুষের সারি ত্রাণ নিয়ে চলে কত মানবিক বিপর্যয়, স্বাস্থ্যকর্মীগণ স্ট্রেচারে, ঠেলে নিয়ে যাবার পথে স্যালাইন, নাকে নল, মুখে পাইপ পরা রোগিণী, স্বামীকে দেখার প্রাণপণ চেষ্টা, হাতটা হালকা উঁচিয়ে তারপর কি ঘটল, আর হলো না জানা।