দুজন মিলেই আকাশ দেখব

প্রকাশ | ১০ জুলাই ২০২০, ০০:০০

নাহিন শিল্পী
সবুজ ঘাসে পিঠ ঠেকিয়ে তুমি যখন আকাশ দেখবে আমি তখন ঠিক তোমার বুকের 'পরে আয়েশী শরীর বিছিয়ে দেবো। পাখির ঠোঁটের মতো চিবুক বাড়িয়ে তোমার ঠোঁটের উষ্ণতা নেবো, তোমার বুকেই স্তব্ধ হবো, নিঃস্ব হবো, ভিজবো দু'জন স্পর্শ কাতর স্নিগ্ধ রোদে। তোমার সুখের 'আমি' হবো চোখের বিলে ভেসে ভেসে শাপলা ফোটা আকাশ জলে রংধনুটায় স্বপ্ন বোনে কোমল পদ্মে প্রেম ছোঁয়াবো। রক্ত গোলাপ খোঁপায় গুঁজে; তুমি যখন ডাকবে কাছে কোলের উপর গা এলিয়ে আমিও তখন আকাশ দেখব। হৃদয় পেতে আগলে রেখে দু'জন মিলেই নীল খেয়াতে আকাশ গঙ্গায়