ভালোবাসা- ৫

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

শাহীন রেজা
পাইনা হরিণ, আলোকেরা করে ছল ভালোবাসা তবে বুক ধোয়া কোনো জল? কী করে শুধাই তার কানেকানে এই কথা শুধু বাতাসেরা জানে ঘ্রাণে অঘ্রাণে ময়ূরের পাখা কার কাছে আছে গচ্ছিত রাখা কার কাছে সেই কবিতার ডানা আছে আছে আছে নদীদের জানা ভালোবাসা, আহা ভালোবাসা সে'তো মেঘ সে'তো আশা আপন শালিক-ক্ষণে জেগে ওঠে কার মনে?