বৃষ্টি দর্শন

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

রহমান মুজিব
তোমার মুখ যেন বৃষ্টি ভেজা দূরের কোনো গ্রাম সকাল আটটার গার্মেন্টস সময় নিয়ে গ্রাম যখন কাড়াকাড়ি করে, তোমার কুয়াচোখ তখন তারার জোনাক ফোটায় পস্নাবিত করে একবুক ক্ষুধার আগুন জ্বলতে থাকে পাহাড় টানা উচ্চতা তোমার প্রার্থনায় শুধু একছাট বৃষ্টির আরাধ্য জাতক যার লম্বিত লিরিকসে অবনত বৃক্ষরা দিন-রাত মাটিকে শোনায় কালিদাস, ভাসিয়ে নিয়ে যায় চিটাধানের পাটিগণিত তুমি আমার জীবন আর জীবনের কম্পাস বৃষ্টি বৃষ্টিই বলে-সরল অংকের মতো জটিল জীবনে ব্র্যাকেট থাকতে নেই, যোগ-বিয়োগের স্রোতে ভাসাতে হয় যন্ত্রণা