একদিন আসবে

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

গোলাম সারওয়ার
একদিন আসবে, উচ্ছ্বাস নিয়ে সকাল দুপুর বিকেলে, ভালো লাগবে হারিয়ে যেতে প্রিয় মানুষের অনন্ত স্রোতে। একদিন আসবে, নিস্তব্ধতা নিয়ে বৈশাখের অন্ধকার রাতে ভালো লাগবে, চোখের পাতায় ঝিঁঝিঁ পোকার আলোকচ্ছটা। একদিন আসবে, সুখের আহ্বান দিন মাস বছর ব্যাপিয়া ভালো লাগবে, স্বাদ নিতে ফেলে আসা আনন্দ-পরশ। একদিন আসবে, ভাবনা নিয়ে অনন্তকালের অসীমতায় ভালো লাগবে, বুকের ভিতরে দূর অজানার পথিক ভেবে। একদিন আসবে, মনের পর্দায় অনন্তকালকে খুঁজে নিতে ভালো লাগবে, এই ভেবে যে নিঃশ্বাস নিবো বিশুদ্ধ বাতাসে।