একরাশ পৃথিবীতে মানুষের পৃথিবী নেই

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

গাউসুর রহমান
নদীর বুকে সেই কবে রামধনু দেখেছিলাম নদীর সুরে শুনেছিলাম গান, এখন নদী কেবল মরে যায়- এখন নদী কেবল হারিয়ে যায়। একরাশ পৃথিবীতে এখন মানুষেরই পৃথিবী নেই মানুষ এখন ডানা নেড়ে স্বপ্নের কথা বলে না, মানুষের হৃদয় থেকে মুছে গেছে রোদের আস্বাদ- মানুষের কানে বাজে না আর বৃষ্টির গান। মানুষের শীর্ণ গোলাঘরে গফুরের মহেষ নেই পৃথিবীর জলবায়ু থেকেও হারিয়ে গেছে কত কিছু- মানুষ এখন প্রতিভার বাহু বাড়িয়ে দিয়ে কিছু নিতে জানে না: মানুষ নিজেই এখন নিজেকে চেনে না।