রোদ উঠেছে চাঁদে

প্রকাশ | ৩১ জুলাই ২০২০, ০০:০০

সাইদুজ্জামান
মনে পড়ে ব্রম্নকলিন ব্রিজ পার্কে বহুদিন পর আবার, একসাথে তিনজন ভেবেছিলাম 'পৃথিবীতে কে কাহার' মিল-মিলন আছে তাই, কোথাও কাছে, বিচ্ছেদও আছে, চলে যাওয়া আছে। শুকনো পাতার আগুন নিভে আসে হায়, অভিমান বুকে সূর্য সরে যায়, যখন রোদ ওঠে চাঁদে, সরে গেলে বিমানের সিঁড়ি- মন কাঁদে। লক্ষ্ণী সোনা চাঁদের কণা, আবার কবে? তোমার সাথে আমার দেখা হবে