দুটি কবিতা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

মিজান রহমান
উন্মীলন এক ক্রুদ্ধ বাজের চিৎকারে, ধসে পড়ে সমূহ শূন্যতা তীক্ষ্ণ নখরাঁচড়ে ছিঁড়ে ফেলে ব্যাপক আকাশ আতঙ্কে কেঁপে ওঠে দুপুরের রোদ অস্থির ডানার ঝাপটায় খসে পড়েছে পালক পালকের রন্ধ্রে রন্ধ্রে ঘটে গেছে সান্ধ্য-নক্ষত্রের উন্মীলন অভিব্যক্তি আকাশে শুধু বিদু্যৎ-অভিব্যক্তি ক্ষণিক মেঘালাপ কৃষ্ণগহ্বরে হারিয়ে গেছে ছায়াপথ নক্ষত্র রশ্মি-কণা বরফে জমাট নির্জন কঠিন পাথুরে দেয়াল আঁকড়ে বেড়ে উঠছে দুরন্ত মানিপস্ন্যান্ট