হিসাবটা সোজাসাপ্টা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

জোবায়ের মিলন
ফিরে তাকাও তোমার কৃতকর্মের দিকে প্রকৃতির প্রতি তোমার রূঢ় ব্যবহারের দিকে দেখো- কতটা বিক্ষত করেছো সে পিঠ যে প্রকৃতির পিঠে চড়ে যাপন করছো সুরোলিত জীবন। ঘোর দৌড় আর ঊর্ধ্বশ্বাসে কেবল ছুটছো মাড়িয়ে চলছো যেভাবে ইচ্ছা যাচ্ছেতাই করে... আর প্রকৃতি যখন অসহ্য হয়ে ফিরিয়ে দিচ্ছে মহামারি তখন অদৃষ্টকে অভিশাপ দিয়ে বলছ- কী পাপ আমার? তোমার জন্য প্রকৃতি নয়, প্রকৃতির জন্য তুমি। অথচ ব্যক্তি স্বার্থে খনন করে পঙ্গু করে তুলছো এর হাত, পা, নিঃশ্বাস- 'প্রকৃতি বিমাতা হলে মানুষের আশ্রয় থাকে না।' এ কথা ভুলে গিয়ে ব্যভিচারে অতিষ্ঠ করে তুলছো প্রকৃতির দশ দিক। ফিরে তাকাও আত্ম-আয়নায় ভাবো, কার দোষে মারি ও মরকের আক্রোশে পৃথিবী প্রায় অসহায়! মনে রেখো- প্রকৃতির গায়ে যে আঘাত তুমি দিচ্ছো, প্রকৃতি তা'ই প্রতিঘাত করে ফিরিয়ে দিচ্ছে বিকট আকারে; প্রকৃতির সাথে যুদ্ধে- তুমি এক শিশু মাত্র প্রকৃতিকে টেক্কা দেওয়া সম্ভব নয় কখনো।