পরিশুদ্ধ জলের গেলাস

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

আবেদীন জনী
দুপুর বয়সে কাঠফাটা রোদে জলের অভাবে কাঁদে পরানের ঘর আশপাশে কত জল- খাল বিল নদী কুয়ো নলকূপ একটু দূরেই দোকানে দোকানে কত রকমের জলের বোতল তবু আমি জল চাই, জল ... সব জল সুপেয় হয় না সব জলে তৃষ্ণাও মেটে না তাই তুমুল তৃষ্ণার জ্বালা বুকে চেপে হাঁটছি আর হাঁটছি ... যদি এই পথটির পাশে পরিশুদ্ধ জলের গেলাস হাতে দাঁড়িয়ে থাকত কেউ!