জীবন আমাকে হাঁটতে শিখিয়েছিল

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

ওমর খালেদ রুমি
  জীবন আমাকে হাঁটতে শিখিয়েছিল অন্তত এই একটা বিদ্যা আমার কাজে এসেছে কখনো খরগোশের মতো কখনো কচ্ছপের মতো দিনভর রাতভর হাঁটতে হাঁটতে আজ আমি একটা মৃতপ্রায় নদীর মোহনায় এসে পৌঁছেছি শুনেছি একদিন এখানে দারুণ স্রোত ছিল এখন দেখছি বালি আর বালি; আমি একা নই এমনি অজস্র জীব হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে কেরানির খাতায় তার সঠিক হিসেবটাও নেই নতমুখ শামুকেরা এখনো হাঁটছে সভ্যতাকে বাঁচাতে তাকে যেতে হবে অনেক দূর।