করোনা যুদ্ধের ডাক

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

আলমগীর খোরশেদ
ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর ঊনপঞ্চাশ বছর আগে, এমনি পঁচিশে মার্চ কালোরাত নিদ্রাদেবীর কোলে শান্তি শয়নে বাঙালি জাতি, পাক-হানাদারের কাপুরুষোচিত আক্রমণে \হরক্ত ধারায় ভিজেছিল ঢাকার রাজপথ। রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা ভার্সিটি পলাশী, ছাত্র, শিক্ষক, জনতা, লাশের সারি পড়ে থাকা রাস্তা, হল থেকে ধরে এনে ছাত্রীদের ইজ্জত লুটে, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে মেরে ফেলে রাখে, রাস্তার পাশে, নর্দমায়। ছাব্বিশ মার্চ দুই হাজার বিশ ঊনপঞ্চাশ বছর পর, বাংলা এখন মধ্য আয়ের দেশ, জাতির জনক কন্যা, বিশ্বসেরা প্রধানমন্ত্রী উন্নয়নের মাইলফলক, দিলেন ডাক করোনা যুদ্ধের করোনাভাইরাস ঠেকাতে, জেগে ওঠো জাতি। মেনে চলো স্বাস্থ্যনীতি, নিয়মমাফিক হাত ধোয়া হাঁচি-কাশিতে মুখ ঢাকা, দূরত্ব বজায়, হোম-কোয়ারেন্টিন, ভাইরাস ছড়িয়ে না যাওয়া, জুন পর্যন্ত 'থোক বরাদ্দ' শ্রমিক কর্মচারীদের বেতন, \হঅসহায় মানুষদের সাহায্য, ভাষাণচর, \হনতুন যুদ্ধে প্রস্তুত হও জাতি, মনের সাহসে, নতুনের