গল্পগাথা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২০, ০০:০০

কাকলী সাহা
ভালোবাসা যদি কখনো বিন্ধ্য পর্বতের মতো তোমার সূর্যালোকে আড়াল দেয় তুমি অগস্ত্যের পথ ধরে চলে যাবে জানি। ভালোবাসা যদি কলমিলতার মতো পায়ে পড়ে যদি শ্লথ হয়ে যায় গতি, ভেজা সে পথে জানি পদছাপ রেখে যেতেও দ্বিধা হবে মনে। কেবলই অর্জুন প্রণয়িনী নারী মূর্তি হয়ে যদি সদর্পে পা রাখে কৌরব দরবারে, ভালোবাসা তুমি কি পাশার চালে মহামূল্য করে দেবে তার মান? একদিন যদি ট্রাম রাস্তার আঁধার কাটিয়ে দিনের আলোর মতো, দাঁড়ায় মুখোমুখি এসে জানি, তৎক্ষণাৎ কলঙ্কিনী বলে ব্রাত্য হয়ে যাবে, সে ভালোবাসাও। তবে কি ভালোবাসা বলে সত্যিই কিছু নেই! ছিল না কখনোই? কেবলই কষ্ট কল্পিত গল্প কথা মাত্র?