ভুল ও মাশুল

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

ফিরোজা সামাদ
হয়তো অনেকটা ভুল ছিল আমার খুব সামান্য কিছু ভুল ছিল তোমারও! কিন্তু স্নেহ, মমতা, ভালোবাসা? তাও কি ছিল ভুল? নাকি তা ছিল অভিনয়? দিয়ে যেতে হবে শুধু ভুলের মাশুল? মহাসাগরের মাঝে একবিন্দু শিশিরের কি দাম আছে বলতে পারো? একটু ভুল কখনো হতে পারে অফুরন্ত? একটু ব্যথা কি করে হয় অনিঃশেষ? কেমন করে ভুলের মাশুল হয় এক সাগর? কোনোকিছু যদি বলতে না পারো তবে, কেমন করে আড়াল করো নিজেকে? হৃদয়পানে তাকাও, বিবেকের মুখোমুখি হও, তোমার প্রতিচ্ছবি দেখো! চিনতে পারো তাকে? আগের ছবির পানে তাকাও! বৈপরীত্য দেখো! তাকাতে ইচ্ছে করে? সত্যি বলতে ভীষণ ভয়? ওটা ভয় নয়, প্রকৃত মানুষ যদি হও তবে দেখো ওটা সঙ্কোচ, অপরাধবোধ! যদি তাই হয় তবে ভেবে নিও মানবতাপূর্ণ একটি মানুষ আজও তোমাতে বসত করছে! হাত বাড়াও আগামীর পানে ভুলগুলো ভুলে দেখো আলোকিত দিন তোমারই অপেক্ষায়!!