পিতার অভিরাম অবয়ব

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

নাহার ফরিদ খান
৫৬ হাজার বর্গমাইল জুড়ে পিতার অভিরাম অবয়ব আকাশে বাতাসে আজও ধ্বনিত হয় ৭১ এর বজ্রনিনাদ কি অমোঘ বাণী শুনিয়েছিলে সেদিন। জেগে উঠেছিল আপামর জনতা জীবনের উলস্নাসে জেগে উঠেছিল দেশ স্বাধীনতার স্বপ্ন সফলে 'দাবায়ে রাখতে' পারেনি বাঙ্গালিকে হানাদার বাঙ্গালি। বাঙ্গালির অভিজ্ঞানে স্বাধীনতা ছিল, বিমূর্ত স্বপ্নের সোনার বাংলা মেলেছিল ডানা মুক্ত আকাশে কলেস্নালিত নদীরা গেয়েছিল শৃঙ্খল মুক্তির গান সোনালী রোদে বিহঙ্গকূল মেলেছিল স্বপ্নডানা, প্রকৃতি স্বাধীনতার গান শুনিয়েছিল বোধের ভেতর পত্র পলস্নব দুলে দুলে জানিয়েছিল বিজয় বারতা গ্রাম্য বধূর লাল ঘোমটা খসে পড়েছিল উচ্ছ্বাসে প্রাণোচ্ছল বীর বাঙ্গালি গেয়েছিল সমস্বরে জয়বাংলা গরবিনি স্বদেশ আমার অর্জনের আনন্দে বিকশিত। হঠাৎ বিনামেঘে বজ্রপাত, জাতির ললাটে কলঙ্কতিলক তবু অমর তুমি, কালের কণ্ঠে লেখা রবে এক নাম \হভালোবাসা দীঘল এক নাম, ৫৬ হাজার বর্গমাইল জুড়ে দেখি পিতার অভিরাম অববয়ব।