মুজিবের অবদান

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

রাশিদুল হাসান
সময় অসময় কেটেছিল দুঃখময় বাঙালির জীবন বাংলার জমিন অত্যাচারী শাসকদের কাছ থেকে পেয়েছিল না জামিন। আজ উঁচু করে শির সেজে বাঙালি বীর ফুলিয়ে বাহু চলছি বহুদূর বহু সেটা কার অবদান তাহার অবদান, তুমি সেই তুলনাহীন বাঙালি তোমার দেশেই চলছি আমি মুজিবের কথা বলছি পাকিস্তানি শকুন হায়নাদের দল কেড়ে নিতে চেয়েছিল মাথা গোজার শেষ সম্বল। নর পিচাশ ছিল যত বাংলা থেকে হয়েছে বিতাড়িত। সেটা কার অবদান তাহার অবদান তুমি সেই জুলুমবিরোধী বাঙালি তোমার দেশেই চলছি আমি বঙ্গবন্ধুর কথা বলছি। বাংলার বিশুদ্ধ বাতাস লাশের গন্ধে হয়েছিল ভারী। দূর থেকে ভেসে আসতো সন্তান হারানো মায়ের কান্নার আহাজারি। আজ বাংলায় বইছে নির্মল বাতাস প্রাণ খুলে নিচ্ছি নিঃশ্বাস, সেটা কার অবদান তাহার অবদান তুমি সেই হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান তোমার দেশেই চলছি \হআমি খোকার কথা বলছি। মুখের ভাষা প্রাণে ভাষা নিতে চেয়েছিল কেড়ে মরার মতো বেঁচে ছিলাম পরাধীনতার ভিড়ে। বাংলায় বলছি কথা উড়ছে লাল সবুজের পতাকা পেয়েছি স্বাধীনতা। \হসেটা কার অবদান তাহার অবদান সাড়ে সাত কোটি বাঙালি দাবায়ে রাখতে পারবা না, তুমি সেই বলিষ্ঠ কণ্ঠস্বর \হতোমার দেশের চলছি আমি মুজিবের কথা বলছি। তোমারই অবদান এ দেশ হইল সৃজন কি দেব তাহার প্রতিদান তোমার আদর্শে মোরা রইব অটুট \হহে বাঙালি হে মহাবীর।