শ্রাবণ

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

আরিফ নজরুল
শ্রাবণ বৃষ্টি চোখ ছলছল মেঘ সরোবর বত্রিশ সড়কে ভেজা কবুতর কাঁদে সরোবরে মাছের সাঁতার জলের উপরে আসা অভুক্ত মাছেরা কাঁদে তার জন্য। আঙুলের ইশারায় জেগে উঠেছিল জনতা সাতকোটি বাঙালি মুক্তির দাবি নিয়ে তিনি রেখে গেলেন তার অমর মুক্তিসনদ বুকে আগলে রাখি পিতা, প্রাণের মতোন। প্রার্থনারত পাখিরা তোমার গান গায় কৃতজ্ঞতায় ভালোবাসায় নোনাজল কপলে স্বপ্নে দেখি স্বভাব সুলভ ভঙ্গিতে বলে গেলে অপ্রকাশিত কিংবা প্রকাশিত কথামালা যেন পথ চলি সাহসে নির্ভয়ে। পিতা আমার বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু তোমার সমুজ্জ্বল সমগ্র জীবন পাঠে শ্রাবণে ভাসি বারো মাসই বাঙালির কি উৎসব আছে, থাকতে নেই ঘাতকেরা নিয়ে গেছে সমস্ত পার্বণ!