শাশ্বত বাঙালি

প্রকাশ | ১৪ আগস্ট ২০২০, ০০:০০

আনুয়ারুল ইসলাম
কত কষ্ট পেয়েছিলে বুলেটের ঘাতে! লুটিয়ে পড়েছে তনু, ঝরেছে রুধির লহরী উঠবে না গো ঐ ভরা নদীর নিভে গেল দীপশিখা বঙ্গভূমি হতে। \হকেন এই বেইমানি স্বজাতির সাথে? \হসোপানে রঞ্জিত শব, প্রকৃতি বধির, নীরবতা চারিদিকে কি খেলা বিধির স্তব্ধ একটি স্বপন, অগ্নিঝরা রাতে। তুমি শাশ্বত বাঙালি, আদৃত অমর তোমার ঐ বজ্রকণ্ঠ মুক্তির দিশারি তুমি অভাগা জাতির আলোকিত ঘর আমরা কভু তোমায় ভুলতে না পারি আসবে আবার ফিরে, হবে নব ভোর; নবজাতকের বেশে মাতৃকূল ভরি।