মাটির পুতুল

প্রকাশ | ২৯ জুন ২০১৮, ০০:০০

মো. হেলাল আহম্মেদ
তুমি পুতুল আমি পুতুল সবি পুতুল বটে। শুরু থেকেই পুতুল হয়ে আসছি দুনিয়ার তটে। তোমার জন্ম মাটি থেকে ভাই মৃত্যু ও তার সাথে। রূপনগরের রাজা হলেও থাকতে হবে তাতে! জীবন তোমার শেষ হবে ভাই জন্ম যখন হয়েছে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যেখানে বাকিরা রয়েছে। মানব হচ্ছে মাটির পুতুল বলছি না ক’ ভুল। বিশ্বাস যার আসবে না তাতে দিতে হবে যে মাশুল। প্রভুর ইশারাই স্থির থাকতে রাজি চলন্ত বেগের বায়ু। বিশ্বাস রাখো তোমারও একদিন শেষ হয়ে যাবে আয়ু। দুনিয়া থেকে যদি বড় কিছু থাকে সেটাই হচ্ছে আখিরাত। জীবন চলে যাবে, চলে যাবে দিন, ইবাদাত করতে চাই বাকি রাত।