রিচাজর্

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
মুঠোফোন রিচাজর্ এর মতো তোমার মনটাকে যদি রিচাজর্ করতে পারতাম অতীতের ডাটাগুলো চালু হয়ে যেত ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটস আপ, এলবাম চেক করে করে আমায় পেয়ে যেতে ডানা মেলে উড়ে যাওয়া সেইসব দিন ওখানে উঠানে বেরদ, পাশে আছে গেট খুলে যেত তার তালা শৈশবে ফেলে যাওয়া নগ্ন পায়ের ছাপ হাত ধরে কৈশোরে বেড়ে ওঠা বৌচি, কানামাছি, গোল্লাছুট এন্তার খেলাধুলা, জ্যোৎস্নার রাতে নারিকেল গাছটাকে পাহারায় রেখে আরামে এলিয়ে থাকা ছনে ছাওয়া বাড়ি সব কিছু পিছুটান, ষঁাড়ের লড়াই আকাশের দ্বার খুলে পরীদের নেমে আসা চোখের পাতা ভরে ঢেলে দেয়া ঘুম দাদির অঁাচল তলায় গল্প শোনার ছলে গলাগলি করে সবে উম খুঁজে নেয়া কচুপাতা ছাতা নিয়ে বৃষ্টির মাঝে কি মজায় ভিজতাম শুধু খালি গায়ে সেই সব দিনগুলো প্রয়োজন আজ এই সব তৈল চিত্রের মাঝে আর কতো বেড়াব বলো তোমাকে নিয়ে