ভ‚গোল

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
নারী, তোমাকেই যৌনপিÐ ভেবে বসে আছে যারা তাদের ভ‚গোলেÑ তোমারই দু’পা কেন? অবিরল গরল ফুটেছেÑ নিরাপদ পানি নেইÑ স্নেহভূমি নেই সেখানেই তুমি যাচ্ছ একা! অবিমৃষ্য মানুষ নামের লোমশ জন্তুরা অবিরত খÐ খÐ করেÑ তোমাকে সাজায় ভোগের টেবিলে; গিলে খেতে চায়Ñ হাঙরের মুখ দিয়ে! তারপরও সেখানে দু’পা রাখছ কেন? তারা প্রতিমুহূতের্ আততায়ী হয়ে ওঠে তারা প্রতিমুহূতের্ বিশ্বাসঘাতক হয়ে ওঠে তারা প্রতিমুহূতের্ অবিশ্বাসী হয়ে ওঠে বিকার ও জুলুমেÑ ঝড় ও প্লাবনে আলুলায়িত অবলা হয়ে কই ভেসে যাও! নিজের সংবেদ নিয়েÑ নিজের ধীশক্তি নিয়ে নিজের নিশানা খুঁজে নিয়ে নিজেরই দিকজ্ঞানের কম্পাস ঘোরাও না কেন?