প্রজাপতি ও গৃহস্থালীর সুখ দুঃখ বেদনা

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিউল মনজুর
কার আলিঙ্গনে তুমি ভালোবাসার গল্প বলো - এ ভালোবাসা তো আমার - আমারই বুকের উষ্ণতা - আমারই বোরো ফসলের থইথই ঘ্রাণ কার চুম্বনে তুমি প্রজাপতি হয়ে উড়ে বেড়াও - এ চুম্বন তো আমার - আমারই ঠোঁটের উষ্ণতা - আমারই সরষে ভাজা ইলিশের তৃপ্তি কারও হাতে হাত রেখে দেখো আকাশের নীল - এ স্পর্শ তো আমার - আমারই হাতের জাদুকরী স্পর্শ - আমারই আঙুলের হইচই কারও চোখে চোখ রেখে মাতাল গাঙে সাঁতার দাও - রঙিন মাছের এই সাঁতার তো আমার - আমারই সাঁতারে মেঘবৃষ্টির ভাঁজ খুলে দিয়েছি চাষযোগ্য জমিনে - আমারই চোখের জলস্রোতে তুমি আজও অরুণ্য উলস্নাস প্রজাপতির রঙমেখে যতই ঘুরে বেড়াও উড়ে বেড়াও দূরবীণের ভেতরেই আছ তুমি, তোমার সমগ্র গৃহস্থালীর সুখ দুঃখ বেদনায় জড়িয়ে আছে আমারই খেলাঘরের পাঠশালা