আহা প্রিয়তমা আইরিস

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শাহীন মাহমুদ
রুদ্র ভৈরবী সবে স্নান শুরু করলেন জলের দেবতা বরুণ আড়চোখে দেখে ভৈরবী শীতল- শরীরে তার বৃষ্টি নেমেছে আজ।  প্রিয়তমা আইরিস একবার দেখা দাও এ বর্ষামঙ্গলে কপাল পুড়েছে ঢের আগে- নতুন আর কি হবে মা ইলেক্ট্রার পা ছুঁয়ে নেমে এসো একবার আমরা বাঁধব ঘর নীলগিরিতে আবার দুহাতে ছোঁব মেঘের চিবুক ফিরে এসো- ফিরে এসো প্রিয়তমা আইরিস। আমি বরুণকবি- তোমাকেই ভালোবাসি ইলেক্ট্রার কসম- এই আমি তোমাকে গ্রহণ করলাম থানা পুলিশ অপহরণ মামলা যা খুশি করতে বলো। প্রিয়তমা আইরিস- মায়াবী ভৈরবীর স্নান শেষ চলো আমরা আগের মতো উড়ি আকাশে আহা সাত রং আহা রংধনু আহা প্রিয়তমা আইরিস।