সৃষ্টিকর্তার হুকুম

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

বাবুল তালুকদার
একদিকে রাক্ষুসী বন্যার ছোবল, অন্যদিকে মহামারি সারাবিশ্বে সবকিছু যেন পৃথিবীজুড়ে এলোমেলো কঠিন পরীক্ষার ভেতর সারা পৃথিবীর মানুষ। কোথাও শান্তি নেই, সারাবিশ্বে হট্টগোল লেগেই আছে দুর্নীতি, অনিয়ম কোথাও থেমে নেই পৃথিবীজুড়ে মানবতা আর ভালোবাসা নেই, সবখানেই স্বার্থ লুকিয়ে, অদিযুগের মানবের আস্তানায় ফিরে গেল মানুষ নাবুঝের মতো যা কিছু মন চায় তাই করে মুহূর্তেই এ কোন অদ্ভুত খেলাচলে বিশ্বভুবনে। সন্ত্রাসী, খুন, খারাবি, ধর্ষণ, জুলুম চলে সারাবিশ্বে কেউ কাউকে মানছে না, মিথ্যা, অনাচার, অত্যাচারে ডুবডুব সারাপৃথিবী এ কোন খেলা সারা বিশ্বজুড়ে। সবই তার হুকুমে হয় বিচারের রায়ে ঝুলিয়ে দেয় তবু, বুঝতে চায় না মানুষ আগুনের উপর দিয়ে হেঁটে চলে যুগ-যুগান্তর নমরুদের আস্তানা সারাবিশ্বে ছড়িয়ে কোথাও শান্তি নেই, স্বস্থি নেই, যেন নরকে চলে গেছে কেয়ামতের আলামত দেখা যায় তবু মানুষ বোঝে না সবকিছু সৃষ্টিকর্তার হুকুমেই চলে বিশ্বভুবনে।