স্বপ্ন

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

সমীর আহমেদ
যতই নিমজ্জিত হই খুঁজে পাই না তল, তবু নেমে যাচ্ছি নিচে। নাকি উঠে যাচ্ছি কোনো দুর্গম পাহাড় চূড়ায়? ঢেউয়ের চূড়ায় দাঁড়িয়ে দেখছি দূরের ঝাউবন, সবুজে কতটা উজ্জ্বল। মাছি হয়ে উড়ছি বাতাসে, অপার আনন্দে গাইছি গান। বুকের ভেতর ভরে নিয়েছি উড়ন্ত পাখির ছায়া; খুব বেশি দূরে নেই দূরের আকাশ। এবার একটা নক্ষত্র ভরে নেবো বুকপকেটে। অপার্থিব আলোয় দেখব তোমার মুখ; কতটা মায়াবী, সুন্দর!