ধানের চারা

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শিমুল হোসেন শূন্য
চৌদিক গভীর অমাবস্যায় আসক্ত পৃথিবী রোগ-শোক, মহামারি, ঘূর্ণিঝড়, বন্যায় উদ্বাস্তু মানুষ ভয়ংকর শঙ্কায় ভয়ে ভয়ে বাঁচে... কখনো মরে, কখনো বেঁচে বেঁচে মরে যায়! অর্থনৈতিক মন্দায় শক্তিশালী পারমাণবিক সর্বত্র খাদ্য পুষ্টির অসহায় আত্মসমর্পণ দু'হাজার বিশে অভুক্ত অলিগলি, পাড়া-মহলস্নায় মানুষ পেটপূজা ভুলেছে আজ দুইশো পনেরো দিন হলো। ব্যর্থ বুদ্ধিজীবীমহল, সরকারি পরিকল্পনা দপ্তর ধ্বংসযজ্ঞ ছেড়ে ঘুরে দাঁড়াবে আর্থিক সচ্ছলতা। আমি কৃষক; অতশত হিসেব কষায় পারদর্শী নই পৃথিবীময় ক্ষুধার রাজ্যে রুয়ে দিলাম আমন ধানের চারা।