স্বাধীনতা

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

শুকদেব মজুমদার
স্বাধীনতা মানে শারদ আকাশে অবাধ সফেদ মেঘ, সুমন্দ বাতাসে কম্পিত ব্যাকুল কাশফুল আর মেঘনার আবেগ। বাংলার বর্ষা, মাঝি-মালস্নার ফর্সা মুখ, \হগৃহস্থ ঘরের প্রশস্ত স্বপ্ন, আশাভরা বুক। স্বাধীনতা মানে বয়োবৃদ্ধের ঋদ্ধ হাসি, ভরসাভরা বাণী, অবাক তরুণ, সবাক মনে আকাশের সাথে কানাকানি। মায়ের কর্মব্যস্ত হাতে ত্রস্ত আদর- স্নেহমুগ্ধ খোকা, ভাইয়ের হাতে বোনের অশ্রম্নজল- আরে, কাঁদছিস কেন বোকা! ফুলের বনে প্রফুলস্ন পরাণ প্রজাপতির ওড়াউড়ি, স্বাধীনতা মানে বিশ্ব কবির রবি-সমতুল্য শাশ্বত সাহিত্যসম্ভার, 'সোনার বাংলা আমার!' বিদ্রোহী কবির দারুণ দ্রোহ প্রেম দর্পিত পীড়িত আত্মার চিরন্তন হুঙ্কার। স্বাধীনতা মানে ভাষার দাবি, স্বাধীনতার দাবি, খাবি খাওয়া পাক-সরকারকে দেয়া ছাত্র-জনতার সবক। স্বাধীনতা মানে অভ্রভেদী উদ্ধত তর্জনী বঙ্গবন্ধুর- বাঙালির বন্ধুর পথে দিশা দানকারী, স্বাধীনতা মানে মুক্তির গান, সাহসের বান। স্বাধীনতা মানে এ আমার সত্তা, করে সব বাধা লাপাত্তা বাঙালির ক্রম বিজয় গাথা রচনার অকৃত্রিম আয়াস।