আকাশনীল ও জলের কাব্য

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

জে এম আজাদ
একসমুদ্র জলের ভেতরে ডুবে আছে যেন এক মহাদেশ ডুবে আছে নীল নভোরাত, ছায়াসংকুল নীরবতা; মেঘ-ধূসর চিত্রের পটে দাঁড়িয়ে আছে বিপন্ন বনভূমি, ঢেউ ওঠা নীল; এই আভাবিত নীলের বন্দনা করতে আমার কেটে যাবে বহুকাল...। একসমুদ্র জলের ভেতরে গুলিয়ে দিয়েছিলাম এই মন-মৃত্তিকায় জমিয়ে রাখা রং মেথি ও মৌরির ঘ্রাণ সেই জলের ভেতরে গজিয়ে উঠছে একটা ছায়াগাছ, প্রেম-উতল মাধবী পূর্ণিমা। বাতাসে জ্যোৎস্নার ঘ্রাণ জলের সারল্য থেকে তুলে এনেছি আমি অনন্য বসুধা।