দুঃখগুলো হাসতে থাকে

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

রওশন মতিন
যখন জুলেখার চক্রান্তে নির্দোষ ইউসুফ জেলখানার ঘানি টানে আমার দুঃখগুলো হাসতে থাকে যখন ধর্ষিতার আহাজারি শুনি, খন্ডিত কাটা কাটা লাশ দেখি আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন বেশ্যার বিধ্বস্ত জরায়ুতে নিষ্পাপ শিশুর জন্ম হয় আমার দুঃখগুলো হাসতে থাকে, আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন অনাথ ভাসমান শিশুরা কচি-কোমলহাতে অবুঝ- রাস্তার পাশে নিরুপায় পশুর মতো পাথর-খোয়া ভাঙে আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন আমার স্বদেশ হিংস্র রাজনীতির লোভের আগুনে জ্বলতে থাকে, পুড়তে থাকে নির্বাক-নিরন্তর আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন মিথ্যাচারে ঠাসা রাজনীতির জানোয়ারদের হাতে তালুবন্দি এই গরিব দেশের ভাগ্য ভদ্রলোকদের ওপেন সিক্রেট দুর্নীতির সাগরে ভাসতে থাকে আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন মীরজাফর-মোনাফেকদের হাতে অনেক অশ্রম্ন রক্তের বিনিময়ে পাওয়া প্রিয় স্বাধীনতা পতিতার মতো বিক্রি হয়ে যায় অন্যের কাছে আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন গণতন্ত্রের জবাই করা লাশ রঙিন মোড়কে সাজিয়ে কাঁধে নিয়ে মিছিল-মিটিং, নোংরা রাজনীতি হয় অবলীলায় আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন হিজড়ামার্কা সুশীলদের গানের ক্যাসেটের জাবরকাটা চর্বিতচর্বণ কথোপকথন ও ভাঁড়ামির পাপেট শো দেখি আমার দুঃখগুলো হাসতে থাকে, যখন লাল-সবুজের মানচিত্র ফুটো বেলুনের মতো ফুটো হয়ে যায় কিংবা টুকরো টুকরো হয়ে যায় ধর্ষিতার খন্ডিত লাশের মতো আমার দুঃখগুলো হাসতে থাকে আমার দুঃখগুলো হাসতে থাকে।