আমি তোমার কবিতা হতে চাই না

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

কামরুল আলম কিরণ
শোনছো তুমি? আমি তোমার কবিতা হতে চাই না চাই না হতে ফুল পাখি আর নদী, এসব হয়ে লাভ কি বলো? অবশেষে তোমায় না পাই যদি। দেখ আমি, রবি ঠাকুরের লাবণ্য হতে চাই না চাই না হতে তোমার দীঘির জল, প্রতিদিনকার হবো তোমার নিত্য তুমি দেখবে আমায় ঘড়ায় তোলা জলই ভালো চাই না হতে অকারণে চক্ষু টলমল। দেখ আমি, রক্ত মাংসের মানুষ চাই না হতে তোমার গল্পের ওই সুদূরের চাঁদ, নিত্য সঙ্গ চাই তোমার অযথা কেন দূরে সরাবার বানাচ্ছ ক্যান মনগড়া ওই আজগুবি সব ফাঁদ? জীবনানন্দের বনলতা সেন? চাই না হতে কখনো তা আমি, দু দন্ড শান্তি চাও? আমারও তো চাইবার আছে অনেক করে চাই তোমাকে চাই না তোমায় কবিতায় রক্ত মাংসের মানুষ হয়ে।