মন ভালো হলো

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

মাহমুদুজ্জামান জামী
মনটা খারাপ ছিল; তখন বেশি না ভেবে মন আস্তে জানালা খুলল, বাইরে নীলাকাশ, রোদ; উজ্জ্বল আলোর উৎসবে ফুলগুলো... গোলাপ, জবা, বেলি, ঘাসফুল নীরবে হাসছে; আমাদের মন হালকা করার দায়িত্ব নিয়েছে যেন এইসব উদ্ভিদ, বর্ণছায়ারাশি। আমরা গাছের, ফুলের কাছে ফিরে আসি কখনো সকালে, বিকালে বা সন্ধ্যায় গভীর রাত্রিতে তাদের সাথে বলি হৃদয়ের কথা; আর ক্রমাগত নির্ভার হয়ে দেহটা এলিয়ে দিই রাত্রির নির্জন নদে।